Porinaam-文本歌词

Porinaam-文本歌词

发行日期:

গভীরে চল যাই গভীরে

যেখানে উড়বে না আর দুঃখী মেঘ

বৃষ্টি কুয়াশা মুঠোয় চেপে ধরে

জানলার কাঁচে লিখে ফেলি নাম

আজ শেখাবো আলোকে অন্ধকার

দম বন্ধ হওয়া প্রেমিককে চিৎকার

ঘুম পরীদের রাজ্যকে জাগরণ

আর কিছু অহেতুক ক্ষতকে আস্তরণ

আবার আসবো গান লিখব

সমালোচনা যা যা যা করে যা

এটা আমার সুখী পরিণাম

কিনতে চাইলে নিজেকে বেঁচে যা

হাসি কান্না থাক আর না

জ্বলে পুড়ে মরা এ সমাজে আর না

মনে রাখবি তোকে বলছি

এতো সহজে হেরে তুই যাসনা

আধ ভেজা চোখ

মন দিল মানসী কে

তাই হালকা বাতাসটা আজ কালো

কিছু ধোঁয়া আর অসময়ের বৃষ্টি আজ

মুছে দিল বাড়তে থাকা নিয়ন আলো

আজকে রেহাই পেলো আমার পরিণাম

অবশ্য এটা নয় কোন বিশেষ শিরোনাম

দল বেঁধে উড়ে যাওয়া নীল পাখির দল

পৃথিবীর বুকে আনবে আন্দোলন

আবার আসবো গান লিখব

সমালোচনা যা যা যা করে যা

এটা আমার সুখী পরিণাম

কিনতে চাইলে নিজেকে বেঁচে যা

হাসি কান্না থাক আর না

জ্বলে পুড়ে মরা এ সমাজে আর না

মনে রাখবি তোকে বলছি

এতো সহজে হেরে তুই যাসনা