জেগেই যখন উঠেছো বন্ধু
খালি হাতে ফিরিয়ো না
এখন সময় লড়াই করার
জিরিয়ো না জিরিয়ো না।।
তোমার রক্তে হাজী শরিয়ত
তুমি হলে তিতুমীর,
ভেঙ্গে ফেলো সব বাধার প্রাচীর
ছিঁড়ে ফেলো জিঞ্জির!
ভোরের কিনারে তরী বেয়ে যাও
ভুল ঘাটে ভিড়িয়ো না।।
এমন সুযোগ পাবে না বন্ধু
গাঢ় করো নিঃশ্বাস-
তোমরা সাজাবে অনাগত দিন
আমাদের বিশ্বাস!
তোমার রক্তে সালামের খুন
তুমি হলে শফিউর,
কেটে যাবে এই গভীর আঁধার
ফুটবেই রোদ্দুর!
কারো ভয়ে ফোটা আশার গোলাপ
ভীরু হাতে ছিঁড়িয়ো না।।