Boiche Batash Boiri-文本歌词

Boiche Batash Boiri-文本歌词

Saimum Shilpigosthi
发行日期:

বইছে বাতাস বৈরী

তৈরি থেকো তৈরি

একটা ডাকেই নামতে হবে মাঠে

আবার তুমুল ঘামতে হবে মাঠে।।

আবার যুদ্ধ হবে

তৈরি থেকো তৈরি।

শত্রু আজো বন্য

সুযোগ খুঁজে হন্য

খামচে ধরে কখন সবুজ লাল-

নীল আকাশে উড়ছে শকুন পাল!

জয় কুড়িয়ে থামতে হবে পাঠে।।

দেশের জন্য মরতে পারি

অগ্নিবীণা ধরতে পারি

ভয় করি না ভয়,

আবার না হয় যুদ্ধ হবে

আমার মাটি শুদ্ধ হবে

ছাড় কিছুতে নয়!

দ্বার করো না বন্ধ

চোখ করো না অন্ধ

হায়না ধরে কখন খুনের গান-

সর্বদা তাই খোলাই রেখো কান!

ঝড় তাড়িয়ে থামতে হবে ঘাটে।।