জীবনের বেলাশেষে হঠাৎই নিরবে
হারাবে আমার খোঁজ
মায়ার লেনাদেনা তোমারই মনের কোনে
খুজবে আমায় রোজ
বেদনার মায়াজালে অশ্রুর লোনা জলে
মিছেমিছি খুঁজো না আমায়
আমি অচেনা পথের পথিক চলেছি
নতুন এক ভূবনের আশায়
কভু জীবনের অভিধানে রবে না লেখা আমার
কত যে না বলা কথা
তোমারই হৃদয় কোনে অভিমানে লুকিয়ে
রেখো ব্যাথা জড়ানো শত বেদনা গাঁথা
জীবনের কোন সাঁঝে, হৃদয়ে চিঠির ভাঁজে
অভিমান ছেড়ে তুমি খুঁজবে আমায়
কভু জীবনের অভিমানে
মুসাফির হয়ে পারি জমাব অচিন পানে
বিলীন হয়ে যাবে আমার এই দেহ
বেঁচে রবে চিরকাল স্মৃতিরও টানে
নীরব মনের ভাষায় হৃদয়ে পরম ব্যাথায়
বিদায় দিও মোরে শেষ যাত্রায়