Tomar Name-文本歌词

Tomar Name-文本歌词

Sopnil Raj
发行日期:

তোমারই ওই নাম

রয়ে যাবে অবিরাম

হৃদয়ে আমার শুধু লেখা

দিলে না তুমি

ভালোবাসার দাম

তবুও মনে আছো আঁকা

আমাকে ভুলে তুমি গেছো চলে

আমি আজ হয়ে গেছি একা

স্মৃতিগুলো বুকে আজও জমা

তোমার মনেতে আমি নেই প্রিয়তমা

মন শুধু কেরে যায়

তুমি ছাড়া অসহায়

পাইনা তোমারি দেখা

মন যেন হয়ে আছে

নীড়াহারা পাখি

তোমাকে খুঁজে ফিরে

ক্লান্ত আছি

সবগুলো যেন আজ

মরীচিকা হয়ে

দুঃখের চাদরে আছে ঢাকা