O Nodire Vangli Amar Ghor (Lofi Version)-文本歌词

O Nodire Vangli Amar Ghor (Lofi Version)-文本歌词

Sadman Sakib
发行日期:

ও নদীরে তুই ভাংলি আমার ঘর,

তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ।

সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে

করতাম কতগুনো গান তোর ।

ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর ।

তোর কিনারে মাটি দিয়ে বাঁধা ছিল ঘর

ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ।।

ভাবলিনা তুই আমার কথায় হায়,

অশ্রু এসে দুচোখ ভরে যায় ।

আমিতো ভাবিনি তোকে পড়,

বাঙালি আমার ঘর,তুই করলি আমায় পর ।

আপন বলে ভেবে ছিলাম, আসুক যত ঝড়,

তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর-২

কিন্তু এমন করলি কেন বল,

আমার সাথে করলি বড় ছল ।

আমি তো ভাবিনি তোকে পর,

বাঙালি আমার ঘর, তুই করলি আমায় পর ।