খুলে যাক মনের আগল
এ সময় পাগল পাগল
চারিদিকে উৎসবেরই সাজ,
মিঠে শীত রোদ মাখিয়ে
নেব খেয়ে চেটেপুটে
যাব ভুলে সব জরুরী কাজ।
সে সময় ফিরে এল
প্রাণেতে তুফান দিল
এ সুযোগ হারাবো না আজ।
তাই তো মানুষ উঠছে মেতে
বাড়ছে আওয়াজ জনস্রোতে
আমাদের নৈহাটি উৎসব।
রং পাখিদের ভীড়ে, খুব মিঠে আদরে
খেলা চলবে গানে-নাচে-কবিতাতে নিরন্তর,
বইয়ের গন্ধ ঘিরে, সাড়া আজ পথে-প্রান্তরে
জনজোয়ারের বান আসবে ছুটবে প্রাণ ভেঙে পাঁজর,
টুকিটাকি মুখরোচক
কেনাকাটা সস্তা সুযোগ
প্রেমেরই বেপরোয়া ঝড়।
তাই তো মানুষ উঠছে মেতে
বাড়ছে আওয়াজ জনস্রোতে
আমাদের নৈহাটি উৎসব।