Bandhiya Mayar Dore-文本歌词

Bandhiya Mayar Dore-文本歌词

Raju Mondol
发行日期:

আমায় বান্ধিয়া মায়ার ডুরে

কান্দালি এমন করে,,

হৃদয় মাঝে রাখলাম তোরে

তুই তো বুঝলি না,,,,।।

মন নিয়া মন দিলি না,,,,

দিলি যন্ত্রণা,,। বন্ধু

এক জীবনে তাই হইলো না

প্রেমের লেনাদেনা ।।

তুইতো ছিলি বুকের মাঝে

এই দেহেরি প্রাণ ,,,,

ভিন্ন মানুষে মন মজাইয়া

সাজিলি পাষাণ ।।

দিবানিশি কান্দে পরান।।

তুই তো বুঝলি না,,,,ঐ

আমার ঘর আন্ধার করিয়া

কারে দিলি আলো

মন পিঞ্জিরা আগুন জ্বেলে

পুইড়া করলি কালো।।

জীবন হইলো এলোমেলো।।

এ মরন যন্ত্রণা ,,