রাসূল তোমাকে ভালোবাসি বলে এ জীবন
ভালো লাগে—
শত হতাশার কাফন পেরিয়ে পোড়া বুকে
আলো জাগে।।
দেখিনি তোমার চাঁদরাঙা মুখ—
কী করে বুঝব বাঁধভাঙা সুখ!
মনকে বলেছি, শাফায়াত পেতে প্রেমদীপ
জ্বালো আগে।।
এক ইয়াতিমের ছোয়া পেয়ে এই পৃথিবীতে
প্রাণ এলো—
গোলাপ না চেনা মানুষগুলিও আবেগের
ঘ্রাণ পেলো।
এনেছো রঙিন ফুলঝরা দিন—
মুছেই দিয়েছো ভুল করা ঋণ!
তোমাকে জেনেই রাখিনি চরণ কুফরের
কালো দাগে।।