Achor-文本歌词

Achor-文本歌词

Bay of Bengal
发行日期:

শুভ্র ক্যানভাসে

ভীষণ কালো ছিটিয়ে

তীক্ষ্ণ আঁচড়ে

কে দেয় হৃদয় চিঁড়ে ফেলে?

ছোট্ট শরীরে

লালসার জ্বালা ঢেলে,

নিত্য উঁকি দেয়

পিশাচ দিনেরাতে।

ঝংকার তোলে ঘুম ভেঙ্গে আলো জ্বেলে

মৃত্যুর ক্ষুধা।

হুংকার খোঁজে শিরা থেকে শিরা জুড়ে

রক্তের সুধা।

লাঠি লজেন্স, মেঝের ধূলো,

আর রক্ত নিশান,

আঙুলের ফাঁক মুক্তি খোঁজে

সয় আঁচড়ের টান।

কোন সে মুখের সন্ধানে বেড়ে উঠে ছোট্ট কায়া?

আবার কবে দেখা হবে ভুলে গিয়ে জীবনমায়া!