-文本歌词

-文本歌词

Md Shakil Shikder
发行日期:

পেটের ক্ষুধায় কাঁদে, বুকের ভিতর শূন্যতা, আধা পেট খালি, বেঁচে থাকা কঠিনতা। ধরা পড়েনি আর কোনো খাবারের দেখা, ক্ষুধা বয়ে যায়, মনে কষ্টের বীণার ঝঙ্কার। ক্ষুধার জ্বালা, পেটের পীড়া, তবুও কষ্ট সহ্য করি আমরা, জীবনের পথ চলতে, বেঁচে থাকার আশায়, ক্ষুধার জ্বালা, এক দিনের শেষ হোক হোক। বাতাসে ঘুরে চলে, পিপাসার জলবিন্দু, ধরে রাখা হাসি, তবে কষ্টের আঘাত। স্বপ্নের দেশে পা বাড়াই, কিন্তু পেটের খালি চিৎকার, কবে ফিরবে সঙ্গী, খাবারের আনন্দ? ক্ষুধার জ্বালা, পেটের পীড়া, তবুও কষ্ট সহ্য করি আমরা, জীবনের পথ চলতে, বেঁচে থাকার আশায়, ক্ষুধার জ্বালা, এক দিনের শেষ হোক হোক।