প্রাচুর্যে গড়া এ শহরের মাঝে নতুন করে স্বপ্নেরা রোজ আসে সেতো অবহেলাকে করেছে আপন তবুও কেন মূল্যহীন এ জীবন তুচ্ছতার এ জীবন চলছে কোনোরকম তাকে মানুষ বলেও গণ্য করেনা কেও তার কষ্টের মূল্য নেই কারো কাছে সে যেন অপরাধ করেছে এভাবে জন্মে.........এভাবে জন্মে............ আঘাতকে ঢেকে ফেলে আবারও সে পা বাড়ায় হার না মানা পথে অর্থহীন এ জীবন যেন অভিশাপ বেঁচে থাকাও মূল্যহীন লাগে সব ক্ষত নিরবাগ মুখ গিলেছে নিষ্ঠুর এ সমাজ এমনি রবে ক্রমশ পিষে যাবে দুঃস্থ লোকে হিংস্র পশুর কাছে হার মেনেছে প্রতিক্ষণ অমানুষের দেয়া ক্ষত তাকে ভেঙ্গেছে মুছে ফেলা অশ্রু যেন ক্ষমা করতে শিখে নিয়েছে............ শিখে নিয়েছে। তবুও চোখে জ্বল নিষ্ঠুর এ শহর বঝেনা তাকে কেও । নিষ্ঠুর এ সমাজে বেচে থাকাটাও অভিশাপ............ এভাবে জন্মে.........এভাবে জন্মে............ এভাবে জন্মে.........এভাবে জন্মে............