Jantam Jodi Nithur Bondhu-文本歌词

Jantam Jodi Nithur Bondhu-文本歌词

发行日期:

জানতাম যদি নিঠুর বন্ধু দুঃখ দিবি দিলে তাইলে কি আর পড়তাম আমি তোর মায়ার‌ই ছলে(২) উপর আমার দেখতে ভালা ভেতর জুড়ে যন্ত্রণা বুঝি নাইরে বন্ধু আমি তোর মনের বাসনা কলিজাতে মারবি ছুরি করবিরে ছলনা(২) সবার তো আর প্রেম পিরিতির ভাগ্য রাশি নাই তাইতো আমি দুঃখের গাঙ্গে ব্যথার তরি বাই(২) তোর বিরহ নিরবে সই কইতে আমি পারিনা বুঝি নাইরে বন্ধু আমি তোর মনের বাসনা কলিজাতে মারবি ছুরি করবিরে ছলনা(২) বুঝবি একদিন দেখবি সেদিন নাই আর দুনিয়ায় হারায় গেছি সেদিন আমি তারারও মেলায়(২) এই জীবনে তোরে পাওয়ার সাধটা আমার মিটলো না বুঝি নাইরে বন্ধু আমি তোর মনের বাসনা(২) কলিজাতে মারবি ছুরি করবিরে ছলনা(২)