Chokh Bujile Andha-文本歌词

Chokh Bujile Andha-文本歌词

Jony&Momtaz
发行日期:

চোখ বুঝিলে আন্ধারে তুই চোখ বুঝিলে আন্ধা তবু কেন দুনিয়াতে করিস এত ধান্দা।। মিছারে তোর টাকা করি মিছা বাড়িঘর। পাপের বোঝা কমা পাপী পাপের বোঝা কমা।। নইলে তুই আখেরাতে পাবি না রে ক্ষমা।। বড় বাড়ি বড় গাড়ি করো টাকার পাহাড় আখেরাতে হিসাবদিবি বুঝলিনা কিযেআর বড় বাড়ি বড় গাড়ি করো টাকার পাহাড় আখেরাতে হিসাবদিবি বুঝলিনা কিযেআর তাইতো বলি ওরে মনা করিসনাতালবাহানা দমেদমে নেরেতুই মাবুদআল্লাহর নাম পাপের বোঝা কমা পাপী... এত নাম এত দাম এত লোক বল শেষ বিদায়ের কালেৱেতোরকি হইবোসম্বল এত নাম এত দাম এত লোক বল শেষ বিদায়ের কালেৱে তোরকি হইবোসম্বল তাইতো বলি ওরে মনা করিসনাতালবাহানা দমেদমে নেরেতুই মাবুদআল্লাহর নাম পাপের বোঝা কমা পাপী...